রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ক্যারিয়ারের পাঁচ বছরে যা শিখলেন রশ্মিকা মন্দানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

এর মধ্যেই তামিল, তেলুগু আর কন্নড় চলচ্চিত্র জগতে স্থায়ী অবস্থান সৃষ্টি করেছেন রশ্মিকা। এই কয়েকদিন আগে তিনি ফিল্মে পাঁচ বছর পূর্ণ করেছেন। এই সময়টাতে তিনি যা যা শিখেছেন তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, আমি চলচ্চিত্র জগতে পাঁচ বছর সম্পন্ন করেছি। মনে হল কী করে ঘটল এটি। এই কয়েক বছরে আমি কিছু জিনিস শিখেছি-
১. সময় দ্রুত এগিয়ে যায়, তাই প্রতিটা দিন স্মরণীয় করে রাখতে হয়।
২. মনের গহীন থেকে যেভাবে সুখী হওয়া যায়। আমি সুখী।
৩. আমি জেনেছি, জীবন সহজ নয়। সবসময় যুদ্ধ করে অর্জন করার প্রস্তুতি রাখতে হয়।
৪. ধৈর্য ধরতে হবে। অপেক্ষা করতে হবে। সময়ে সব ঠিক হয়ে যায়। কঠিন হতে পারে তবে শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে।

৫. অন্যদের কাছ থেকে শেখার জন্য সমসময় মন খোলা রাখতে হয়। অনেক কিছু শেখার তালিকা থেকে বাদ দেয়া যায়।
৬. আবেগকে প্রাধান্য দিতে হয় না, শারীরিক চাপ আর মানসিক চাপকে অনেক সময় পাশ কাটিয়ে চলতে হয়।
৭. জীবনে প্রতিটি বিষয়কে সময় দিতে হয়। ক্যারিয়ারের ক্ষেত্রেও সময় দিতে হয়। ভালবাসা আর পরিবারের ক্ষেতেও তাই।

৮. খাবার হতে হবে স্বাস্থ্যকর। পরিমিত ঘুমাতে হবে, ব্যায়াম করতে হবে যথেষ্ট, বড় করে হাসতে হবে, ভালবাসায় অকপট হতে হবে।
৯. মানুষের কাছে থেকে কিছু আশা করতে হয় না, তাই কাউকে ছাড়তে দিতে হবে এমন কথা নেই। নিজের কথা প্রথমে ভাবতে হবে। অন্যদের কথাও ভাবতে হবে। আর এগিয়ে যেতে হবে অনবরত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন