শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

প্রার্থী বাচাইয়ে বর্ধিতসভা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ৭ম ধাপে ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আ.লীগের প্রার্থী বাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মাঝে গত শনিবার বিকেলে প্রার্থী বাচাইয়ে উপজেলার ৬নং মাইজবাগ ইউনিয়নে তৃৃণমূলের ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী বাচাই শুরু হয়। গত শনিবার ইউনিয়ন আ.লীগের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল মুনসুরের সঞ্চালনায় মল্লীকপুর উচ্চ বিদ্যালয় মাঠে তৃণমূলের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হামিদুল হক ফকির, সদস্য সাফির উদ্দিন আহমেদ ও ইউনিয়ন যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ৬৮জন ইউনিয়ন আ.লীগ নেতার উপস্থিতিতে কণ্ঠ ভোটে নেতারা প্রার্থী বাচাই করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন