জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী মো. আক্তারুজ্জামান সোহেলকে সভাপতি ও দর্শন বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আগামী এক বছরের জন্য আংশিক এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জাবি শাখা ছাত্রলীগের বিগত কমিটিতে সোহেল ও লিটন সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এর আগে, গত ১৭ অক্টোবর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাবির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন