রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৩ জানুয়ারি ) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, আটককৃতদের কাছ থেকে ৪ হাজার ৬৬৮ পিস ইয়াবা, ১৩৮ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ৭৫ কেজি ৮০ গ্রাম ৩১ পুরিয়া গাঁজা, ৯৫ বোতল ফেনসিডিল ও ২০০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন