স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোটবাগ থেকে ৩নং ওয়ার্ডের দেওয়ানবাগ রাস্তার সংযোগ সেতুটির নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক মাঝপথে হঠাৎ বন্ধ করে দেয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুধুমাত্র এই‘ সংযোগ সেতুর নির্মাণ শেষ না হওয়ার কারণে ৪নং ওয়ার্ডের ছোটবাগে অবস্থিত এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র ‘সামাজিক বিজ্ঞান পরিষদ’ হয়ে ৩নং ওয়ার্ডের দেওয়ানবাগ হয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে মিলিত হওয়া ১ কিঃমিঃ রাস্তাটি বেহাল দশায় পড়ে রয়েছে। ইউনিয়ন পরিষদের নিয়মনীতি অনুসরণ করে সিডিউল আহ্বান করে ও সরকার কর্তৃক প্রদত্ত ইউনিয়ন পরিষদের বাজেটের মাধ্যমে উক্ত রাস্তা ও ব্রিজ নির্মাণের অর্থ বরাদ্দ দেয়া হয়। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত রাস্তার কোন কাজ আরম্ভ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান, এমনকী নির্মাণাধীন ব্রিজটির কাজও মাঝপথে রেখে পালিয়ে গেছে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এমনটাই জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা। বর্তমানে ব্রিজটির দৈন্যদশার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে গমনে ইচ্ছুক এ অঞ্চলের শ্রমিকরা, বিভিন্ন স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা এবং শিশু ও বয়স্কদের চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করেছে। দেওয়ানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও দেওয়ানবাগ জামিয়াতুস শুহাদা মাদ্রাসার শিক্ষার্থীরাও এ ব্রিজের কারণে চলাচল করতে পারছে না। বিগত কয়েকদিনে এ ব্রিজ দিয়ে চলাচল করতে পড়ে গিয়ে প্রায় ৫০-৬০ জন ছাত্রছাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। এ মরণফাঁদ থেকে অত্র অঞ্চলের সবাইকে রক্ষার্থে দ্রুত ব্রিজ ও রাস্তার নির্মাণ শেষ করার দাবিতে না’গঞ্জ-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ একেএম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেছেন সকলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন