ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুরের সালথা উপজেলায় উফশি আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এ বছরে উপজেলায় ৮ হাজার ১শ ৬০ হেক্টর জমিতে আমন চাষ হয়। বর্ষা মৌসুমে পাট কাটার পরেই ঊফশি আমন ধান চাষ করেছে কৃষকরা। আমন চাষে এবার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। বিঘা প্রতি প্রায় ৩০ মণ ধান ফলন হচ্ছে। এতে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। জানা যায়, আগে বছরে একটি জমিতে দুই প্রকার ফসল উৎপাদন করা সম্ভব হতো। এরমধ্যে পাট ও পিয়াজ অন্যতম। বর্তমানে একটি জমিতে ৩ প্রকার ফসলের চাষ করা হয়ে থাকে। শীত মৌসুমে এই অঞ্চলের কৃষকরা জমিতে পিয়াজ চাষ করে। চৈত্র মাসে পিয়াজ ঘরে তুলার পরে পাটের বীজ বপন করা হয়। অনেকেই পাট কাটার আগে (ছোট পাট ছাটাইয়ের সময়) বা পাটের মধ্যেদিয়ে আধুনিক কায়দায় উফশি আমন ধানের বীজ বপন করে থাকেন। আবার অনেকেই পাটকাটার পরে আমনের চারা রোপণ করেন। পানি কম থাকায় এবার কৃষকরা আমন চাষের উপর ঝুঁকে পড়ে। উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি মাঠেই আমন ধান কাটার কাজ শুরু হয়েছে। ভাওয়াল ইউনিয়নের দর্জা-পুরুরা গ্রামের বয়স্ক কৃষক শেখ রতন এ প্রতিনিধিকে বলেন, এই উপজেলার প্রধান ফসল পাট ও পিয়াজ। পাট-পিয়াজের পাশাপাশি ধান, গম, ধনে, রাই, সরিষা, তিলসহ হরেক রকমের ফসলের চাষ হয়ে থাকে। অন্যান্য বছরের চেয়ে এবার আমন ধানের ফলন বেশি হচ্ছে। বিঘা প্রতি ২৫/৩০ মণ ধান ফলন হয়েছে। এ বছর যে পরিমাণ ধান উৎপাদন হচ্ছে, তাতে আমরা কৃষকরা অনেক খুশি হয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, উপজেলার মোট আয়তন ১৮৫.১১ বর্গ কিলোমিটার। কৃষকের চাষাবাদী জমির পরিমাণ ১৩ হাজার ৬শ ৭৫ হেক্টর। এখানে ৩০ হাজার ১শ ২২টি কৃষি পরিবার রয়েছে। এবার উফশি আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিলো ৭ হাজার হেক্টর। তা অতিক্রম করে ৮ হাজার ১শ ৬০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। আবহাওয়া ধানের অনুকূলে থাকায় এ বছর প্রচুর ধান উৎপাদন হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন