শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সখিপুরে একমাসে শতাধিক বাল্যবিয়ে

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
বাল্যবিবাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ার পরও টাঙ্গাইলের সখিপুরে বন্ধ হচ্ছে না বাল্যবিয়ে। গত একমাসে সখিপুরে শতাধিক বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে। এসব বিয়ের কনে ৫ম-৮ম শ্রেণীর ছাত্রী। ক্যাবল চ্যানেলের আগ্রাসন, অত্যাধুনিক মোবাইল ফোন, সামাজিক দায়বদ্ধতা, আত্মীয়তা, মাদক, অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি, ইউপি সদস্যদের ভোটের চিন্তার কারণে বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না বলে বিজ্ঞমহল ধারণা করছেন। আর বাল্যবিবাহের ক্ষেত্রে নিকাহ রেজিঃ করার সময় কাজীগণ তাদের রেজিস্টারে কনের বয়স উহ্য রাখে। কনের সাথে কারো প্রেম থাকলে সে ক্ষেত্রে বাল্যবিবাহের খবর ভ্রাম্যমাণ আদালতের কাছে পৌঁছে, তা না হলে বাল্যবিবাহ বন্ধ করার জন্য কেউ এগিয়ে আসে না। গত একমাসে সখিপুর উপজেলার গজারিয়া, কাকড়াজান, কালিয়া, বহেড়াতৈল, দাড়িয়াপুর, যাদবপুর, বহুরিয়া, হাতীবান্ধা ৮টি ইউনিয়নে এবং সখিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শতাধিক বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরো অর্ধশতাধিক বাল্যবিবাহ সম্পন্ন হবে বলে একাধিক সূত্রে জানা গেছে। সর্বশেষ গতকাল শুক্রবার উপজেলার বিসি বাইদ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী আঃ রহিমের মেয়ে রোমেনার বিয়ে হয় হতেয়া পশ্চিমপাড়া আতা মিয়ার ছেলে আলামিনের সাথে। উপজেলা প্রশাসন,ইউনিয়ন পরিষদ, ব্র্যাক এনজিও সভা সমাবেশ করে সখিপুরকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করলেও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন