শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ভাঙন

৫০০ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ

বি এম হান্নান, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

চাঁদপুর শহর রক্ষা বাঁধের লঞ্চঘাট এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। বাঁধের প্রায় ২০০শ’ সিসি ব্লক মেঘনা নদী দেবে গেছে। এছাড়া প্রায় ৫০০ মিটার এলাকায় ফাটল দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শহর রক্ষা বাঁধ। হঠাৎ এ ধসের কারণে ভাঙন আতঙ্কে লঞ্চঘাট এলাকার হাজারো পরিবার উৎকন্ঠার মধ্যে রয়েছে।

গত ২ জানুয়ারি শেষ বিকেলে চাঁদপুর শহরের লঞ্চঘাটের পাশ্ববর্তী টিলাবাড়ি এলাকায় ব্লক দেবে যাবার খবর পেয়ে আশপাশের মানুষ দিকবিদিক ছুটোছুটি করে।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ উর্ধতন সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক শহর রক্ষা বাঁধের দেবে যাওয়া অংশ জরুরি ভিত্তিতে সংস্কার করার নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হাওলাদার জানান, বিকেলে হঠাৎ করেই প্রায় ২০০ ফুট এলাকাজুড়ে ভাঙন দেখা দেয়। সেখানে নদীর গভীরতা প্রায় ১ হাজার ফুট।

স্থানীয় বাসিন্দা আলমগীর, রফিক, জহিরুলসহ কয়েকজন জানান, দুপুরের পর হঠাৎ করে ব্লক দেবে যাচ্ছে বলে মানুষ ছুটোছুটি শুরু করে। প্রায় ২০০ ফুট এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। সিসি ব্লক ধসে পড়ায় বিশাল অংশজুড়ে ফাটল দেখা দিয়েছে।

তারা আরো জানান, শহর রক্ষা বাঁধের ফাটল স্থানের আশপাশে প্রায় ২ হাজারেরও বেশী পরিবার বসবাস করে। বর্তমানে সবাই আতঙ্কে রয়েছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আমরা ঘটনার পর থেকেই কাজ শুরু করেছি। ভাঙন ও ফাটলের কারণে প্রায় ৫০০ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে শিঘ্রই ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন