শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গ্রামীণ জনপদে দৃষ্টিনন্দন মসজিদ প্রতিষ্ঠা দেশের উন্নয়নের সাক্ষ্য বহন করে: ধর্ম প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২২, ১০:৩৭ পিএম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সামাজিক উদ্যোগে গ্রামীণ জনপদে দৃষ্টিনন্দন ও উন্নতমানের মসজিদ প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনের অগ্রগতি ও উন্নয়নের সাক্ষ্য বহন করে। আজ সকালে ইসলামপুর উপজেলার গ্রামীণ জনপদ পেচারচর ডাক্তার বাড়ীর দৃষ্টিনন্দন জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপ-সচিব ডা. মো আতাহার হোসেনের সঞ্চালনায় এবং ড. শহীদ মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, ইসলামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ঢাকা বিমান বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল প্রমুখ বক্তৃতা করেন।

প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেন, গ্রামীণ জনপদে এসব উন্নতমানের মসজিদকে মানুষের আমল আখলাক সুন্দর করার কেন্দ্র হিসেবে ব্যবহার করতে হবে।

এরআগে ধর্ম প্রতিমন্ত্রী সকালে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের মাধ্যমে দুস্থদের মাঝে ইসলামপুর উপজেলা সমিতি, ঢাকা’র উদ্যোগে সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুল প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন