পটিয়া পৌর সদরের বৈলতলী রোডস্থ আলম শাহ সড়কে নির্মাণাধীন এতিমখানা ও হেফজখানার ঘর ভাঙচুরের প্রতিবাদে গতকাল সোমবার বাদে যোহর হাজী আবদুস ছাত্তার জামে মসজিদের মুসল্লীরা এক মানববন্ধন করে। গত ৮ জানুয়ারি গভীর রাতে একটি চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক হাজী আবদুস ছাত্তার জামে মসজিদের পাশে এতিমখানা ও হেফজখানা ভাঙচুর করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন হাজী আবদুস ছাত্তার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম, মসজিদের মোতোওয়াল্লী হাজী আবুল কালাম, আবু ছৈয়দ, আবু ফরিদ, পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী, ইদ্রিস পানু, মোসলেম, খায়ের আহমদ, জাহাঙ্গীর, ইছহাক, ফোরকান, করিম, আবদুল আলীম, সেলিম ও মসজিদের মুয়াজ্জিন মাওলানা রায়হান প্রমুখ।
পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম জানান, প্রবাসী হাজী আবুল বশর তার পিতার নামে উক্ত মসজিদ নির্মাণ করেন। মসজিদের পাশে এতিমখানা ও হেফজখানা প্রতিষ্ঠার জন্য জায়গা ক্রয় করে চারিদিকে সীমানা প্রাচীর দেন। ২০২১ সালের মার্চ মাসে এতিমখানা নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু উক্তস্থানে যাতে ধর্মীয় প্রতিষ্ঠান এতিমখানা, হেফজখানা না হয় সে লক্ষ্য নিয়ে পাশের জমির মালিক প্রবাসী মুছার স্ত্রী সন্ত্রাসী লোকজন নিয়ে প্রায় সময় কাজে বাঁধা দিয়ে হয়রানি করে আসছে। অবশেষে এতিমখানা ভেঙে দেয়। উপস্থিত মুসল্লীরা এতিমখানায় হামলাকারীদের গ্রেফতারপূর্বক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন