শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঝুঁকিপূর্ণ সেতুতে লাল নিশান

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

সরকারি রাস্তায় ভাঙ্গা সেতুতে লাল নিশানা টাঙিয়ে ও নিজ উদ্যোগে বিভিন্ন ধরণের সংস্কার কাজ শুরু করে আবারও আলোচনার জন্ম দিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোঃ রশিদ মিয়া।
রোববার সুনামগঞ্জের দিরাই-শাল্লা সড়কের হবিবপুর নামক স্থানে একটি সেতুর বিপজ্জনক স্থানে লাল নিশানা ও বাঁশের বেড়া দেয়াসহ আনুষাঙ্গিক কাজ করেন। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মোটরসাইকেল ও হাজার হাজার সাধারণ মানুষ চলাচল করে। সেতুটির উভয়পার্শ্বেই মাটি না থাকায় তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বিধায় এ কাজটি করা হয়েছে। এছাড়া দিরাই পৌরসভার গত নির্বাচনের আগে দিরাই-আনোয়ারপুর সড়কে ভাঙ্গা মেরামত ও সংস্কার কাজ করে আলোচনার জন্ম দিয়েছেন নির্বাচনে মেয়রপ্রার্থী মো. রশিদ মিয়া।
তিনি জানান, আমি এ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, সেটি কিন্তু বড় কথা নয়। আসল কথা হচ্ছে যেহেতু আমরা জনগণের জন্য রাজনীতি করি, সেহেতু জনগণের দু:খ-দুর্দশার কথা ভেবেই ঋণ করেই প্রায় দেড় হাজার টাকা খরচ করে কাজ শুরু করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন