তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা
রাজশাহীর তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে গণধোলাই দিয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে তানোরের মুন্ডুমালা পৌর বাজারে এই ঘটনা ঘটেছে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে আ.লীগ ও যুবলীগের দু’পক্ষের নেতা ও কর্মী-সমর্থকদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তানোরের মুন্ডুমালা পৌর বাজারে ডিস লাইনের সংযোগ তার টানা নিয়ে ঘটনার সূত্রপাত। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম ডিস লাইনের তার টানা নিয়ে কথিত অভিযোগে আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে ও পুলিশ দিয়ে হয়রানি করে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে মুন্ডুমালা পৌর বাজারে আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে জুবায়ের ইসলামের কথা কাটাকাটির এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জুবায়ের ইসলামকে ধাওয়া দিয়ে গণধোলাই শুরু করে। এ সময় মুন্ডুমালা পৌর আ.লীগের নেতারা বিক্ষুব্ধ নেতাকর্মীদের হাত থেকে জুবায়ের ইসলামকে উদ্ধার করেন। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে মুন্ডুমালা ফাড়ি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এব্যাপারে জানতে চাইলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গণধোলাইয়ের খবর মিথ্যা ও বানোয়াট দাবি করে তিনি বলেন, আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল মাত্র কোনো মারপিটের ঘটনা ঘটেনি। তিনি বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে সমাজে হেয়প্রতিপন্ন করতে এসব অপপ্রচার করছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আব্দুস সালাম বলেন, তিনি এ বিষয়ে এখানো কোনো অভিযোগ পাননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন