শ্রীপুরে ইঁদুরের বিষ মেশানো মুড়ি খেয়ে ইয়াসিন মিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইয়াসিন মিয়া পাশের ভালুকা উপজেলার রাজৈর ইউনিয়নের মো. রিপন মিয়ার ছেলে। শিশুর নানা মো. শাহাবুদ্দিন বলেন, আমার মেয়ে বিয়ের পর থেকেই শিশু সন্তান ইয়াসিনকে নিয়ে আমার বাড়িতে থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করত। সকাল ৭টার দিকে ইয়াসিনকে বাড়িতে রেখে কাজে চলে যায় সে। সন্ধ্যার দিকে ইয়াসিনকে রেখে তার নানি নামাজ পড়তে যায়। এই সুযোগে ঘরে রাখা ইঁদুর মারার বিষ মেশানো মুড়ি খেয়ে ফেলে ইয়াসিন। কিছু সময় পর কান্নাকাটি করলে নামাজে থাকা নানি দৌঁড়ে এসে দেখে শিশুটির সামনে মুড়ি পড়ে আছে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়ার পথে ইয়াসিন মারা যায়। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ইঁদুরের বিষ মেশানো মুড়ি খেয়ে এক শিশুর মুত্যুর খবর পেয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন