শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হামলার প্রতিবাদ

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য আব্দুস শহীদের ওপর মুন্সীবাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। গত সোমবার বিকেলে মাধবপুর বাজারে ইউনিয়ন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও মাধবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আসিদ আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখনে, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক লক্ষী নারায়ণ সিংহ, আ.লীগ নেতা মথুর চাষা, ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুল মুমিন, যুবলীগ নেতা আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. সুমন আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল হাকিম, মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদসভায় বক্তারা স্থানীয় সংসদ সদস্যের ওপর হামলার ঘটনায় তীব্র নন্দিা ও প্রতিবাদ জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন