শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জয়ের আশায় ১১ইউপিতে ৬শ ৭০ প্রার্থীর মনোনয়ন দাখিল

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:৫৮ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টি ইউনিয়নে বিজয়ী হওয়ার জন্য ৬৭০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৮৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৭ জন ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৩৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা আগামী ৭ ফেব্রুয়ারি ২০২২ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং ঈশ্বরগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন সংরক্ষিত (নারী) সদস্য পদে ১৪, সাধারণ (মেম্বার) পদে ৩১, ২নং সোহাগী ইউনিয়নে ১১জন চেয়ারম্যান, সংরক্ষিত (নারী) সদস্য পদে ১৩, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪১, ৩নং সরিষা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত (নারী) সদস্য পদে ১৩, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪০, ৪নং আঠারবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত (নারী) সদস্য পদে ১২, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৩ জন, ৫নং জাটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত সদস্য (নারী) পদে ১৮, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৯ জন, ৬নং মাইজবাগ ইউনিয়নে চেয়রম্যান পদে ১১, সংরক্ষিত সদস্য (নারী) পদে ১৮, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৪ জন, ৭নং মগটুলা চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত সদস্য (নারী) পদে ১২, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৭ জন, ৮নং রাজিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ , সংরক্ষিত সদস্য (নারী) পদে ১০, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৬ জন, ৯নং উচাখিলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত সদস্য (নারী) পদে ১১, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৭ জন, ১০ নং তারুন্দিয়া চেয়ারম্যান পদে ১১, সংরক্ষিত সদস্য (নারী) পদে ১৩, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪২জন, ১১নং বড়হিত ইউনিয়নে চেয়ারম্যান ৭, সংরক্ষিত সদস্য (নারী) ১৩ ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন