খাবারের অভাবে সুন্দরবনের হরিণ লোকালয়ে প্রবেশ করেছে। আজ শনিবার ভোরে খুলনার দাকোপ উপজেলার রামনগরের দেবচক নদী পার হয়ে চিত্রা হরিণটি লোকালয়ে চলে আসে। দোলখোলা এলাকার মানুষ হরিণটিকে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় কৈলাশগঞ্জ ফরেস্ট অফিসে খবর দেয়। বনকর্মীরা হরিণটিকে তাদের হেফাজতে নেয়। পরে তাকে বনে ছেড়ে দেয়া হয়।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই খাবারের অভাবে সুন্দরবনের হরিণ লোকালয়ে প্রবেশ করছে। গত বছর মাঝামাঝি ঘুর্ণিঝড় ‘ইয়াশ’ এর পর থেকে এ সংখ্যা বেড়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন