শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভাঙ্গায় সরিষার বাম্পার ফলন

ওবায়দুল আলম সম্রাট, ভাঙ্গা (ফরিদপুর) থেকে | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ভাঙ্গার ১২টি ইউনিয়নে এবার সরিষার বাম্পার ফলন লক্ষ্য করা যাচ্ছে। মাঠের পর মাঠ জুড়ে বাতাসে দুলছে হলুদ সরিষা ফুল।
সরেজমিনে মাঝারদিয়া গ্রামে দেখা যায়, মাঠে মাঠে সরিষা ফুলের অপার সৌন্দর্য। অনেক মানুষজন এসে সরিষা ক্ষেতে ছবি তুলতে ব্যস্ত। এ গ্রামের কৃষক কেরামত আলী বলেন- এবার চমৎকার ফলন হয়েছে। আমার দুই বিঘায় আছে। আল্লায় দিলে ভালো দাম পেলে আর কথাই নেই। ভালই হবে ইনশাআল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, সমগ্র উপজেলায় ১০০০ হেক্টরের কিছু বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। ফলন যথেষ্ট ভালো বলেই মনে হচ্ছে। কিছু জাব পোকার আক্রমণ হয়েছিল আমাদের কৃষিবিদদের পরামর্শে বালাইনাশক প্রয়োগ করে কৃষক তা নির্মূল করেছে। গত বছরের তুলনায় এবার বেশি জমিতে কৃষক সরিষা বুনেছে। ফলনও গত বারের চেয়ে বেশি হবে বলে আশা করছি।
এ এলাকার কৃষক বারি ১৪ বারি ১৭ ও ১৮ এছাড়া স্থানীয় জাতের চাষ করেছে বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন