বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মিরসরাইয়ের কৃষকের মুখে হাসির ঝিলিক

আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

আমিনুল হক, মিরসরাই (চট্টগ্রাম) থেকে

চট্টগ্রাম জেলার কৃষিপ্রধান জনপদ মিরসরাই উপজেলায় এবার প্রাকৃতিক অনুকূল পরিবেশের কারণে আমনের বাম্পার ফলনের উজ্বল সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই ধানের মৌ মৌ গন্ধে কৃষকদের মুখে দেখা যাচ্ছে অপার হাসি। মিরসরাই উপজেলার প্রতিটি ইউনিয়নেই ফসলের মাঠে সবুজের সমারোহে আমনের বাম্পান ফলনের সম্ভাবনায় সর্বত্র এবার কৃষকের মুখে দেখা যাচ্ছে অপার হাসি। মৌসুমের শুরুতে এবার অনাবৃষ্টি কিছুটা হতাশ করলেও মৌসুমের ক্রান্তিলগ্নে কয়েক দফা অঝর ধারার বৃষ্টি গুছিয়ে দিয়েছে সকলের পানির অভাব। দ্রুত সকলে আমন রোপণের প ও সময়মত যখনি পানির প্রয়োজন ছিল নেমে এসেছে মুষলধারে বৃষ্টি। জমিগুলো যথাসময়ে পানির অভাব মেটাতে পেরে এখন আমনের মাঠে যেন সোনালি হাসির ঝিলিকের অপেক্ষামাত্র। কৃষকরা সম্প্রতি নিজেদের ক্ষেতে শুধু আগাছা আর পোকা দমনেই ব্যস্ত। আর কোনো অভাব নেই যেন কৃষকদের। অনাকাক্সিক্ষত কোনো বিপর্যয় আর না এলে এবার বাম্পার ফলনই আশা করছেন সকলে। কারণ হেমন্তের শির শিরে হাওয়া আর কুয়াশাঘন তেপান্তর বলে দিচ্ছে প্রকৃতিতে আর কোনো বিপর্যয়ের সম্ভাবনা নেই। মিরসরাই উপজেলা কৃষি সুপারভারইজার নুরুল আলম জানান, চলতি বছর উপজেলার ২০ হাজার ৫শ’ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। গত বছরের তুলনায় কয়েক হাজার হেক্টর বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুসারে, চট্টগ্রাম অঞ্চলে চাষযোগ্য ৬ লাখ ৯২ হাজার ৭১৩ হেক্টরের মধ্যে আবাদি জমির পরিমাণ ৬ লাখ ৬৪ হাজার ২০৭ হেক্টর। আবাদযোগ্য পতিত জমির পরিমাণ ২৮ হাজার ৫০৬ হেক্টর। আবাদি জমির মধ্যে এক ফসলি জমি ১ লাখ ৫৬ হাজার ৮৫৬ হেক্টর, দুই ফসলি জমি ৩ লাখ ৫৬ হাজার ৩৪০, তিন ফসলি ১ লাখ ৪৬ হাজার ৬০৭ এবং তিনের অধিক ফসলি জমি ৪ হাজার ৪০৪ হেক্টর। সাত বছর আগে এ অঞ্চলে এক ফসলি জমি ছিল ২৯ হাজার ৫৫৮ হেক্টর। এখন তা কমে ২২ হাজার ৬৯৭ হেক্টরে দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে এক ফসলি জমির তিন ফসলিতে রূপান্তর। এক ফসলি জমির তিন ফসলিতে রূপান্তরের কারণে চট্টগ্রাম অঞ্চলে শস্য নিবিড়তা ধারাবাহিকভাবে বাড়ছে। মিরসরাইতেও একই ধারাবাহিকতায় এবার অনুকূল পরিবেশের কারণে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়ায় সকলেই আনন্দিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন