শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফিসারী লুটের ঘটনায় মামলা

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা

মুক্তিযোদ্ধার ফিসারীতে অনধিকার প্রবেশ করে প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছ লুটের অভিযোগে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বাদী হয়ে আব্দুল জলিলসহ ১২ জনের নাম উল্লেখ করে গত ২৬ অক্টোবর এই মামলা দায়ের করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, নেত্রকোনা সদর উপজেলার কমলপুর যোগাটি মৌজার পুটা বিলে রায়দুম রৌহা গ্রামের মৃত হিরেন্দ্র কিশোর দত্তের পুত্র সতেন্দ্র কিশোর দত্তের স্বত্ব দখলীয় ফিসারী মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ৬ জন অংশীদারের সহযোগিতায় বর্গা নিয়ে রুই, কাতলা, মৃগেল ও কার্পো মাছ চাষ করে আসছিল। টেংগা গ্রামের মৃত মালেক হোসেনের পুত্র মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সাথে নানা বিষয় নিয়ে যোগাটি গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুল জলিলের পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে আঃ জলিল গংরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত ২৩ অক্টোবর দিবাগত গভীর রাতে মুক্তিযোদ্ধা হামিদের ফিসারীতে অনধিকার প্রবেশ করে পাহাড়াদারদের মারধর করে তাদের হাত-পা বেঁধে ফিসারীতে জাল ফেলে প্রায় এক লক্ষ ষাট হাজার বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন