শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

প্রধান দুই দলেই বিজয়ের আশা পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীও

সোনারায় ইউপি নির্বাচন

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

আল আমিন মন্ডল, গাবতলী (বগুড়া) থেকে

বগুড়া গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আজ। ফলে শেষ মুহূর্তে ৩ জন চেয়ারম্যান প্রার্থী এখন নির্বাচনী মাঠে। ভোটাররা ভাবছেন এবারের উপ-নির্বাচনে সৎ-যোগ্য ও ভাল প্রার্থীকে তারা বিজয়ী করবেন। তবে বিএনপি ও আ.লীগ সমর্থিত ভোটাররা ভাবছেন তাদের স্ব-স্ব প্রার্থীর বিজয় হবে। তবুও ঘরে বসে নেই স্বতন্ত্র প্রার্থী। বড় দুই দলের পথের কাঁটা এখন স্বতন্ত্র প্রার্থী। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ও আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম রাঙ্গা (নৌকা), বিএনপির মনোনীত অধ্যাপক মো. মফিদুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মশিউল আলম রিপন (মোটর সাইকেল)। প্রার্থীরা বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেছেন। ভোট ও দোয়া চেয়ে করছেন কুশল ও শুভেচ্ছা বিনিময়। স্বতন্ত্র প্রার্থী কোনভাবেই ছাড় দিতে রাজি নয়। ফলে আওয়ামী লীগ ও বিএনপির এবং স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে বিপাকে পড়েছেন ভোটারগণ। বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের তৃণমূলে নেতাকর্মী বেশি থাকায় তারা জয়লাভের স্বপ্ন দেখছেন। তাদের বিপুল ভোটে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে দিনরাত কাজ করে যাচ্ছেন বিএনপি, যুব-ছাত্রদল, কৃষক, স্বেচ্ছাসেবক, শ্রমিকদল নেতাকর্মীসহ সাধারণ ভোটার ও সমর্থকগণ। আর আ.লীগ সমর্থিত নেতাকর্মী ও ভোটাররা ভাবছেন ভিন্ন কথা। তারা চান আ.লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হবেন। আর স্বতন্ত্র প্রার্থী ভাবছেন বিএনপি ও আ’লীগের মাঝ থেকে এলাকাভিত্তিক ভোট পেয়ে তিনি বিজয়ী হবেন। ৩ প্রার্থীই জয়লাভের স্বপ্ন দেখছেন। গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদে মোট ভোটার ২৬ হাজার ৫শ’ ৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৩১৬ জন। মহিলা ভোটার ১৩ হাজার ২৩৬ জন। মোট ভোট কেন্দ্র ১১টি। তবে ১১টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আহসান হাবিব জানান, গাবতলীর সোনারায় ইউপির উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সকল ব্যবস্থা গ্রহণ করেছে। গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, সোনারায় ইউপির উপ-নির্বাচন নিরপেক্ষ হবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করেছে। গাবতলী মডেল থানা ওসি শাহীদ মাহমুদ খান জানান, কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। উল্লেখ্য, সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মো. তারাজুল ইসলাম গত ৮ জুলাই ২০১৬ দিবাগত রাতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে মারাত্মকভাবে আহত হলে গত ২৩ জুলাই তিনি মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন