শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফরিদগঞ্জের ৩ ইউনিয়নের ৫ ওয়ার্ডে আজ পুনঃ ভোটগ্রহণ

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা

ভোট কেন্দ্র দখল ও সাংঘর্ষিক পরিবেশের কারণে স্থগিত হওয়া ফরিদগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের ৫টি ওয়ার্ডে এক ইউনিয়নের একটিতে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মেম্বার ও অপর ৪টিতে সাধারণ মেম্বার পদে পুনঃ ভোটগ্রহণ আজ। ভোটগ্রহণকে কেন্দ্র করে উক্ত ইউনিয়নগুলোতে বিরোধী দলের প্রার্থীরা কেন্দ্র দখলের ব্যাপক আশঙ্কা করছেন। তারা কেন্দ্রগুলোকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ব্যাপক নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের কাছে। পুনঃ ভোটগ্রহণকৃত কেন্দ্রগুলো হচ্ছে- ১১ নং চরদঃখিয়া ইউনিয়নের পূর্ব এখলাশপুর সরকারী প্রা/বি, উত্তর আলোনিয়া সরকারী প্রা/বি ও আলোনিয়া কুলচর সরকারী প্রা/বি, ও ১২ নং চরদুঃখিয়া ইউনিয়নের চরদুঃখিয়া সরকারী প্রা/বি এবং ৮ নং পাইকপাড়া ইউনিয়নের আহ্মেদীয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্র। গত ২৩ এপ্রিল সারা দেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে উক্ত কেন্দ্রগুলোতে ভোট কেন্দ্র দখলসহ ব্যাপক সংঘর্ষের কারণে নির্বাচন কর্তৃপক্ষ ভোটগ্রহণ বন্ধ করে দেয়। ওই নির্বাচনে ১১ নং চরদুঃখিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী শাহাদাৎ হোসেন টেলু (চশমা)-৩৬১১, বিএনপির বাছির আহমেদ (ধানের শীষ)-১৬৭৮, আ’লীগ প্রার্থী তোফাজ্জল হোসেন বাচ্চু (নৌকা) প্রতীক -১১০৩ ভোট পেয়েছেন। নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার ফলে এখানে তিনটি কেন্দ্রে ৩ জন সাধারণ মেম্বার ও একজন সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচন হবে। এই ইউনিয়নের স্থগিত তিনটি কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৯৩৩ ভোট। অপরদিকে বাকি ২টি ইউনিয়নের ২টি কেন্দ্রে সাধারণ মেম্বার পদে ভোটগ্রহণ করা হবে। এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে উপজেলা ও জেলা প্রশাসন র‌্যাব, বিজিবি, পুলিশ ও গ্রাম পুলিশ বাহিনীর সমন্বয়ে ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন বলে নির্বাচন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন