শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গোপালগঞ্জে ব্যবসায়ীকে হত্যা : পরিবারে শোকের মাতম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

গোপালগঞ্জে মোটরপার্টস ব্যবসায়ী মিন্টু মিনা ওরফে কোটন মিনা (৪৮) হত্যার ঘটনায় নিহতের গ্রামের বাড়ি ফকিরকান্দিতে চলছে শোকের মাতন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত শীতল চন্দ্র পাল জানান, গত শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে দোকান বন্ধ করে কুয়াডাঙ্গা থেকে ফকিরকান্দির বাড়িতে যান। ঘরে প্রবেশের আগেই মোবাইলে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে তিনি ফিরে যান। বাড়িতে ফিরতে দেরি দেখে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রাত ১২টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ফকিরকান্দিতে স্থানীয়রা নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহত কোটনের শরীরে কোপের ও আঘাতের চিহ্নসহ রক্তাক্ত লাশটি উদ্ধার কওে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে ব্যাবসায়ী কোটনের ফকিরকান্দির বাড়িতে পরিবারের সদস্য ও আত্মীয়দের মধ্যে চলছে শোকের মাতন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন