কিশোরগঞ্জে নরসুন্দা নদী দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল দুপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নূরুজ্জামানের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এসময় নদীর পাড়ে নির্মাণ হওয়া আরো তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী কর্মকর্তা বলেন, নরসুন্দা নদী দখল করে পাগলা মসজিদ সংলগ্ন বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করছেন। এমন খবরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশের সহায়তায় নির্মাণাধীন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এসময় শিক্ষক পল্লী এলাকায় নদী দখল করে নির্মাণ হওয়া আরো তিনটি স্থাপনা উচ্ছেদ করা হয়। নরসুন্দা নদী দখলদার উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন