আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের নির্বাচনে কুমিল্লার বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়ন যথাক্রমে ১নং রাজাপুর, ২নং বাকশীমূল, ৩নং বুড়িচং সদর, ৪নং ষোলনল, ৫নং পীরযাত্রাপুর, ৬নং ময়নামতি, ৭নং মোকাম, ৮নং ভারেল্লা উত্তর ও ৯নং ভারেল্লা দক্ষিণের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১২ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সময়ে ৮২ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে উপজেলার ৯টি বিভিন্ন ইউনিয়নে ৭১ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। উপজেলার সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৯৯ জন ও মেম্বার প্রার্থী পদে ৪০৩ জনসহ মোট ৫৮৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন গত ১৫ জানুয়ারি মনোনয়ন বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি ইউনিয়ন থেকে মোট ৮২ জন চেয়ারম্যান প্রার্থী থেকে বাকশীমূল ইউপির স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী মো. খসরুল আলম নামে ১জন, একই ইউনিয়নের ৩ ওয়ার্ড (৬,৮,৯) এর সংরক্ষিত নারী আসনের সানজিদা আক্তার নামে এক মেম্বার প্রার্থী, ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মেহেদী হাসান, ১নং রাজাপুর ইউপির ২নং ওয়ার্ডের সেলিনা বেগম, ৬নং ময়নামতি ইউপির ১নং ওয়ার্ডের হাবিবুর রহমান, একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. কামাল হোসেন এবং ৮নং ভারেল্লা উত্তর ইউপি ৯নং ওয়ার্ডের পশ্চিমসিংহ গ্রামের মেম্বার প্রার্থী মো. ওমর ফারুক ও অপর ১জনসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র গতকাল অনুষ্ঠিত যাচাই বাছাই কার্যক্রমে বাতিল বলে ঘোষণা করা হয়। অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। ইতোমধ্যে নির্বাচন কে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় স্বাস্থ্যবিধি মেনে জনগণের সমর্থন পেতে বিভিন্ন উঠান বৈঠক ও গণসংযোগ করে যাচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন