শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সূচক-লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। টানা চার কর্মদিবস পুঁজিবাজারে সূচক বাড়ল। গত বুধবার সূচকের পতন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আর্থিক খাত, ওষুদ, খাদ্য ও আনুষাঙ্গিক এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দাম বৃদ্ধির মধ দিয়ে দিনের লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিল লেনদেনের প্রথম এক ঘণ্টা পর্যন্ত। এরপর থেকে শুরু হয় বিমা খাতের শেয়ার বিক্রির চাপ। শুরু হয় সূচকের ওঠানামা। এভাবে লেনদেন হয় দুপুর একটা পর্যন্ত। শেষ দেড় ঘণ্টায় বিমা কোম্পানির পাশাপাশি গ্রামীণফোন, রবি আজিয়াটাসহ বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম কমায় সূচকের পতন হয়েছে। তবে দিনশেষে নামমাত্র সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ৩৭৮টি প্রতিষ্ঠানের ৩৬ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ২৭৬টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৪৬টির; অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।
ডিএসইর প্রধান সূচক দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১ পয়েন্ট। তবে ডিএস-৩০ সূচক কমেছে ৯ পয়েন্ট।
ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭১২ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৮৬ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।
ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ার। এরপর ছিল, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, জিপিএইচ ইস্পাত, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, পাওয়ার গ্রিড, জিএসপি ফাইন্যান্স, ফরচুন সুজ ,আর একে সিরামিক এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১০টির; অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৫০ লাখ ১০ হাজার ১৬১ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৫ কোটি ২১ লাখ ৭১ হাজার ৭৪১২ টাকার শেয়ার।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন