নাটোরের লালপুরে ইমো হ্যাকিং প্রতারণা চক্রের ৪ জন সদস্যকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। উপজেলার ভেলনাবাড়ীয়া রামকৃষ্ণপুর গ্রামে র্যাব-৫, নাটোর সিপিসি-২ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ৭টি মোবাইল সেট ও ১২টি সিম জব্দ করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতরা হলো, তন্ময় আলী (২১), সোহেল আলী (২২), রুহুল আমিন (২০). শ্রী সৌরভ কুমার (২১)। গত বৃহস্পতিবার আটককৃতদের বিরুদ্ধে তথ্য আইনে লালপুর থানায় মামলা করেছে র্যাব।
মন্তব্য করুন