কুমিল্লা দাউদকান্দিতে দুইশ’ বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফে গত বৃহস্পতিবার হাফেজ মাওলানা ইসমাইল বিন হারুনীর পরিচালনায় ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলে পীর সাহেব মাওলানা আলহাজ মো. আবু বকর সিদ্দিক আল কাসেমী বলেছেন, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়।
লাইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির সকাল-সন্ধ্যা জিকির করলে আল্লাহ পাক বেশি বেশি খুশি হয়। তিনি আরো বলেন, গুনাহ মাফের জন্য বেশি বেশি তওবা করুন এছাড়া দরুদ শরীফের অনেক ফজিলত। যত বেশি দরুদ পড়বেন তত বেশি আমার নবী খুশি হবেন।
দোয়ার মাহফিলে দরবার শরীফের মাদরাসার ১৫ জন হাফেজদের পাগড়ী পড়িয়ে দেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মজিবুর রহমান ও অনন্য শিক্ষকগণ। দোয়ার মাহফিলে অতিথিবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি ওসমান গনি সালেহী, মুফতি জাকির হোসেন, মুজাহিদী মুফতি সোলায়মান বিন কাসেম, মুফতি আব্দুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম হেলালী, মুফতি ওমর ফারুক প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন