স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান ব্যুরো সেদেশের ৬-১৭ বছর বয়সী শিশুদের চীনা সিনোভ্যাক কোম্পানির তৈরি করোনা টিকা প্রদানের অনুমোদন দিয়েছে।
শিশুরা দুই ডোজ টিকা গ্রহণ করতে পারবে এবং দুই ডোজের মধ্যে ২৮ দিনের ব্যবধান রাখতে হবে।
গত বছরের ১৭ জানুয়ারি ১৮ বছর ও তার চেয়ে বেশি বয়সীদের জন্য সিনোভ্যাক টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল ব্রাজিল।
ব্রাজিলের স্বাধীন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা আনভিসা ফাইজার-বায়োএনটেকের তৈরি শিশু-উপযোগী ডোজ নিরাপদ ও কার্যকর এমন ঘোষণা দেয়ার তিন সপ্তাহ পর গত ৫ জানুয়ারি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেয়ার অনুমোদন দিয়েছে। সূত্র: সিআরআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন