গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে আরও ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২২ দশমিক ৬০ শতাংশ। শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম।
তিনি জানান, ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরে ১১ জন, দিনাজপুরে ৪২ জন, নীলফামারীতে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৫ জনসহ গাইবান্ধা, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলায় ১ জন করে মোট ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এর আগের দিন শুক্রবার বিভাগে ১৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৯২ শতাংশ। বর্তমানে বিভাগে করোনা আক্রান্ত মোট ২৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে সংকটাপন্ন ৮ রোগীকে আইসিইউ-তে রাখা হয়েছে।
মন্তব্য করুন