শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ইনকিলাব সাংবাদিক ইউপি মেম্বার নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

চুনারুঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাব’র চুনারুঘাট উপজেলা সংবাদদাতা এস এম সুলতান খান রানীগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড-এর মেম্বার নির্বাচিত হওয়ায় গত শুক্রবার চুনারুঘাট উপজেলা পরিষদ হল রুমে চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন তালুকদার।
সংস্থার সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. গাফফার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক তরফবার্তা সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন সাংবাদিক সিরাজুল ইসলাম, হাছান আলী, মিলন রশীদ, নুরুল আমিন, আলমগীর হোসেন তালুকদার, মরহুম রফিকুল ইসলামের পুত্র নোমান আহমেদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন