শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আবর্জনার বিনিময়ে টাকা

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

পরিবেশ দূষণ রোধ ও সাধারণ মানুষকে পরিবেশ সচেতন করার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সার্বিক সহযোগিতায় প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনা সংগ্রহ কার্যক্রমের ভ্রাম্যমাণ কর্মসূচি গতকাল রাউজানের ফকিরহাটস্থ কাঁচাবাজারে অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, চলতি বছরের শুরুতে পৌরসভার পক্ষ থেকে নেয়া প্রতিবস্তা প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনার জন্য ১শ’ টাকা প্রদানের কর্মসূচি নেয়া হয়েছিলো। তার ধারাবাহিকতায় কেউ যদি ১ বস্তা আবর্জনা পৌরসভায় পৌঁছে দেয় তাকে ২শ’ টাকা প্রদান করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন