শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অবৈধ যানে জরিমানা

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

পাবনার চাটমোহরে লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। গত কয়েকদিনে অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করা হয়। পরে আটকৃত মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের ও ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, ‘পুলিশ অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে নানাভাবে অভিযোগ পায়। এ কারণে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। গত কয়েকদিনে অর্ধশত মোটরসাইকেল আটক করা হয়। পরে পাবনার ট্রাফিক পুলিশের সার্জেন্ট রতন আহমেদ মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের করেন এবং ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন