পটুয়াখালীর মির্জাগঞ্জে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় ভুক্তভোগীরা।
গতকাল সকাল ১১টায় উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সামনে বরিশাল-বরগুনা মহাসড়কে দেউলী-সুবিদখালী ইউনিয়নের ৩৯ ও ৪১ নং মৌজার সাধারণ ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ভুক্তভোগী এলাকাবাসী এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারুক খানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ইউপি সদস্যরা। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে ভূমি জরিপের কাজে অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এদের দুর্নীতির কারণে বাংলাদেশে আর কলঙ্কিত হতে দেয়া হবে না।
মানববন্ধনে এলাকার ৫ শতাধিক ভুক্তভোগী ও সাধারণ জনগন এতে অংশ নেয়। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন