বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভূঞাপুরে আগুনে ব্যাপক ক্ষতি : নারী দগ্ধ

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে দগ্ধ হয়েছেন মানসিক প্রতিবন্ধী জেলেমন (৭২) নামের এক বৃদ্ধা। সে পৌরসভার ফসলান্দি এলাকার মৃত শুকুর আলীর স্ত্রী।

গতকাল রোববার ভোরে ভূঞাপুর পৌর এলাকার ফসলান্দি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহর বাসায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জিন্নাহ উপজেলার গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
জিন্নাহ জানান, রাতে আগুনের তাপে ঘুম ভেঙে যায়। পরে দেখি মুহূর্তেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এতে বাসার ৬টি রুমে থাকা আসবাবপত্র, স্বর্ণ ও নগদ টাকা পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসার সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা এক বৃদ্ধার শরীর পুড়ে গেছে। আগুনে পুড়ে নগদ সাড়ে ৭ লাখ টাকাসহ অর্ধকোটি টাকার মালামাল নষ্ট হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার। ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরআগে আগুনে ওই বাসার ৬টি রুমের আসবাবপত্র, নগদ টাকাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আগুনে এক নারী দগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন