রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারী সন্দেহে চার কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যে রাতে উপজেলার এলাকা থেকে তাদের আটক করেন। আটকরা হলো- উপজেলার পাঁচাইখা এলাকার ইমন হোসেন, জাহিদ হাসান, মাহনা বড়বাড়ি এলাকার নাহিদ ও পূর্বগ্রাম এলাকার বাবু। পুলিশ জানায়, আটকৃতরা সকালে গোলাকান্দাইল এলাকায় পারভেজুর রহমান রতন নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে তার কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা চালায়। আর ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। অপরদিকে, আটক কিশোররা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং তাদেরকে ফাঁসানো হয়েছে বলেও তারা দাবি করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন