শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফরিদপুরে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদের দাবি

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শহরের বাজারের পশুর হাটের কামারগ্রাম মৌজার ১৬৬৫ ও ১৬৬৬ নং দাগের সাড়ে দশ শতাংশ জায়গা ২১টি প্লট করে অবৈধভাবে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কিছু সংখ্যক ব্যক্তিকে অনিয়মতান্ত্রিকভাবে দেয়া একসনা (বার্ষিক) বন্দোবস্ত বাতিল হওয়ায় বন্দোবস্তকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছে এলাকাবাসী। উপজেলার পশুর হাট সংলগ্ন থানা রোডে বোয়ালমারীর সর্বস্তরের জনগণের ব্যানারে গত রোববার বিকালে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। মানববন্ধনে অংশ নেয়া বোয়ালমারী রক্ষা কমিটির সদস্য মো. মানোয়ার হোসেন চৌধুরী জানান, গোপনে উপজেলা ভূমি কর্মকর্তার যোগসাজশে কতিপয় ব্যক্তি পশুর হাটের ওই ভূমি অবৈধভাবে বন্দোবস্ত নিয়ে প্রভাব খাটিয়ে স্থাপনা গড়ে তোলে। আন্দোলনের ফলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সত্যতা পায়। বোয়ালমারী পৌরসভার মেয়র মো. মোজাফফর হোসেন বাবলু জানান, ওই ভূমি গোহাটা হিসেবে রেকর্ড থাকা সত্ত্বেও অনিয়মতান্ত্রিকভাবে বন্দোবস্ত প্রদান করা হয়েছিল। বিষয়টি অবহিত করতে এরই মধ্যে দুই দফায় জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে তানজিয়া সালমা জানান, এরই মধ্যে ভূমির বন্দোবস্ত বাতিল করা হয়েছে। অন্যান্য বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন