করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও (এনবিএফআই) এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে নির্দেশনা এনবিএফআই’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার আরোপিত বিধিনিষেধের মধ্যে রোস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখার নিমিত্তে প্রয়োজনের নিরিখে স্বীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে। অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন। ব্যাংকে আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাবলী কঠোরভাবে পরিপালন করতে হবে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো বিধিনিষেধের সময় অফিসে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের ‘ওয়ার্ক ফর্ম হোম’ হিসেবে গণ্য করা হবে বলে জানানো হয় নির্দেশনায়। এতে বলা হয়, ওয়ার্ক ফর্ম হোমে থাকা কর্মীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-টেন্ডারিং, মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) হবে। সেবা নিতে আসা গ্রাহকদেরও আবশ্যিকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এর আগে গত রোববার অপর এক নির্দিশনায় বলা হয়েছিল, ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ নিতে হবে এবং ব্যাংকের কর্মকর্তা/কর্মচারী ও আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মতই দেশের পুঁজিবাজার সংশ্লিষ্টদের করোনার টিকা সনদ থাকতে হবে। পাশাপাশি ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সবাইকে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে। এমন নির্দেশনা আরোপ করতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী অর্ধেক জনবল নিয়ে পুঁজিবাজারের কার্যক্রম পরিচালনা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার প্রফেসর শেখ সামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, নিজেকে এবং আশাপাশের মানুষজনকে করোনার হাত থেকে সুরক্ষিত রাখতে টিকার বিকল্প নেই। করোনার সংক্রমণ রোধে সবাইকে টিকা নিতে হবে এবং সনদ থাকতে হবে। আমরা এই নির্দেশনা দেব পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন