বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লালপুরে আ.লীগ নেতার বাড়িতে গুলি বর্ষণ

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ৭:০৪ পিএম

নাটোরের লালপুর উপজেলার নূরুল্লাপুর গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে সোমবার (২৪ জানুয়ারী) গভীর রাতে এলোপাথাড়ি গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুলির আঘাতে জানালার কাঁচ ভেঙে শারমীন আহমেদ (২৮) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ঈশ্বরর্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ টুটুলের বাড়ি লক্ষ করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে দুষ্কৃতকারীরা। এ সময় তার বড় ভাই সাজ্জাদের স্ত্রী শারমিন আহমেদ (২৮) ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ালে একটি গুলি জানালার কাঁচে এসে লাগে। এতে কাঁচ ভেঙে তিনি জখম হন। তাৎক্ষণিক বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে জানান। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে আহত শারমীন আহমেদ কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আওয়ামী লীগ নেতা আবু সাঈদ টুটুল (৩২) বলেন, ‘একটি প্রভাবশালী মহল লালপুরের পদ্মার চর থেকে মেশিন দিয়ে বালু তোলার চেষ্টা করে। বিষয়টি প্রশাসনকে জানালে প্রশাসনের হস্তক্ষেপে বালু উত্তোলন বন্ধ করা হয়। পূর্বশত্রুতার জেরে তাঁদের বাড়িতে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, ‘৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় এখনো (সন্ধ্যা ৬টা) কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক জুবায়ের ও সহকারী পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক জুবায়ের বলেন, ‘ঘটনাস্থলে জানালায় গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে নাটোর জেলা পুলিশ তৎপর রয়েছে। পুলিশের সবকটি টিক কাজ করছে। দুষ্কৃতিকারী যেই হোক সে আইনের আওতায় আসবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন