বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাদারীপুরের রাজৈরে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ৮:২৭ পিএম | আপডেট : ১২:০৭ এএম, ২৬ জানুয়ারি, ২০২২

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সমর্থকরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আওয়ামীলীগ মনোনীত রেজাউল করিম শাহিন চৌধুরীর নৌকা প্রতীক সোমবার গভীর রাতে রাজৈর ও মুকসুদপুর উপজেলার সীমান্ত রেখা সুইচগেট এলাকায় নৌকার অফিসের সামনে রাখা নৌকাটি পুড়িয়ে দেয় দুবৃর্ত্তরা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টার সময় নৌকা প্রতীকের সমর্থকরা টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

রাজৈর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ সাগর হোসেন উজির জানান, রাতের আধারে পেট্রোল বোমা দিয়ে আনারস প্রতীকের প্রার্থী হাজ্বী মহাসিন মিয়ার লোকজন আমাদের নৌকা প্রতীক পুড়িয়েছে। আমরা এসব সন্ত্রাসীদের বিচার চাই।

রাজৈর উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন জানান, আমাদের নৌকার পক্ষে গণজোয়াড় দেখে আনারস প্রতীকের সমর্থকরা বার বার সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তারা আমাদের সমর্থকদের মনে ভিতি সৃষ্টি করতে চাচ্ছে। এ ব্যাপারে আমরা প্রশাসনকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আনারস প্রতীকের প্রার্থী হাজ্বী মহাসিন মিয়া জানান, আওয়ামীলীগে অনুপ্রবেশকারীরা এ ঘটনা ঘটিয়েছে। নৌকা প্রতীক বঙ্গবন্ধুর প্রতীক কোন আ.লীগের কর্মী নৌকা পোড়াতে পারেনা। আমার আনারসের জোয়ার দেখে ভীত হয়ে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে আমিও এই ঘটনার বিচার দাবি করি।

রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন