শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ছাতকে প্রবাসীর বাড়িতে ডাকাতি আহত ২

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা

ছাতকে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের লোকদের জিম্মি করে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় কাজের মেয়েসহ দু’মহিলা গুরুতর আহত হয়েছেন। জানা যায়, উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী লাল মিয়ার বাড়িতে সোমবার গভীর রাতে ১০/১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল কলাপসিবল গেট ও ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার, বিদেশী শাড়ি-কাপড়, মূল্যবান আসবাবপত্র ও নগদ ৮০ হাজার টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ডাকাতরা জায়গা-জমির মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে। ডাকাতদের রামদার আঘাতে গুরুতর আহত লেবানন প্রবাসী সুমন মিয়ার স্ত্রী হেনা আকতার (২৬)-কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় আহত কাজের মেয়ে আলকু বেগম (১৮)-কে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রবাসী লাল মিয়ার পুত্র মামুন মিয়া জানান, ঘরের কলাপসিবল গেট ও দরজার তালা ভেঙে সংঘবদ্ধ ডাকাত দল ঘরে প্রবেশ করে বিভিন্ন রুমে গিয়ে পরিবারের লোকজনের বুকে পিস্তল ঠেকিয়ে মূল্যবান কাপড়-চোপড়, স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। প্রাণ ভয়ে ডাকাতদের হাতে সব কিছু সপে দেয়ার পরও লোকজনকে তারা ব্যাপক মারধোর করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ছাতক থানার এসআই সফিকুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন ডাকাতির ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন