স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারে শাশুড়ি হত্যার দীর্ঘ ৫ মাসেও গ্রেফতার হয়নি ঘাতক পুত্রবধূ দেলোয়ারা খাতুন। সাভার মডেল থানা থেকে মামলাটি সিআইডিতে হস্তান্তর হলেও আসামি গ্রেফতারে তেমন তৎপরতা নেই বলে অভিযোগ নিহতের পরিবারের। অভিযোগ রয়েছে, আসামি প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। মামলার বাদী নিহতের ছোট বোন শাহনাজ বেগমকে মামলা তুলে না নিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। জানা গেছে, সাভারের জিনজিরা গ্রামের মৃত আঃ জলিল চৌকিদারের মেয়ে বিধবা সুফিয়া খাতুনকে (৪৮) গত ১৯ মে সকাল ১০টায় তার একমাত্র পুত্রবধূ দেলোয়ারা খাতুন (২৮) সম্পত্তি ও নগদ টাকা চেয়ে না পেয়ে নিজ বসতঘরে শাবল ও বটি দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরপরই ঘাতক দেলেয়ারা রিকশাযোগে পালিয়ে যায়। এ ঘটনার পর দিন নিহতের ছোট বোন শাহনাজ বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করে। মামলাটি প্রথমে সাভার মডেল থানার একজন এসআই তদন্ত করেন। কিন্তু বাদী পক্ষের অভিযোগ মামলার আসামি বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের জালাল উদ্দিন জালুর মেয়ে দেলোয়ারা খাতুন প্রকাশ্য পিতার বাড়ির আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং বাদিকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করছে। বাদীপক্ষের এমন অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশে অধিকতর তদন্তের জন্য সিআইডিতে ন্যস্ত হয়। গত ৫ জুন থেকে মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন ঢাকা জেলার সিআইডির পরিদর্শক প্রভাত কুমার নন্দী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন