বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিশ হাজার টাকার জালনোট পুড়িয়ে ফেলল দোকানি

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবিতে জালিয়াতি চক্রের দেয়া ২০ হাজার টাকার জালনোট পুড়িয়ে ফেলেছে এক মুদি দোকানি। খবর পেয়ে পুড়িয়ে ফেলা জাল টাকার ছাই উদ্ধার করেছে থানা পুলিশ। এই ঘটনায় জড়িত জালিয়াতি চক্রের মূল হোতা উপজেলার কুসুম্বা ইউনিয়নের গোহারা ছালাখুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে সোহেলকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পাঁচবিবি থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শালাইপুর বাজারের মুদি দোকানি কার্ত্তিককে ৫শ’ টাকার ৪০টি জাল নোট দিয়ে খুচরা টাকা নেন সোহেল। কার্তিক পরে টাকাগুলো জাল জানতে পেরে গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার কার্তিক জাল টাকা ফেরৎ দিয়ে সোহেলের কাছে টাকা চায়। বিষয়টি জানাজানি হলে লোকজন কার্তিকের দোকানে ভিড় জমায়। এ সময় জালিয়াতি চক্রের সদস্য গোহারা দামপাড়া গ্রামের হানিফের ছেলে মোস্তফা, ঢাকার পাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সুজাউল ও একই গ্রামের আব্দুল মান্নান চৌধুরীর ছেলে সবুজ আলী গোপন বৈঠকে বসে। তারা কার্তিককে অগ্রহায়ণ মাসে ২০ হাজার টাকার পরিবর্তে ৩০ হাজার টাকা দেয়ার কথা বলে শান্ত করেন। পরে কার্তিক তাদের পরামর্শে দোকানের সামনে জাল টাকার নোটগুলো পুড়িয়ে ফেলে। পাঁচবিবি থানার এএসআই শাহ আলম বলেন, মূল হোতা সোহেলকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে ধরতে পারলে জালিয়াতি চক্রের সাথে কারা জড়িত তা বলা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন