শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইনটি বাকশালের মতোই : মির্জা ফখরুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১০:১৯ পিএম

জাতীয় সংসদে পাস হওয়া নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইন বাকশালের মতো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিএনপির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার একটা আইনও তৈরি করলো কয়েকদিন আগে। ঠিক সেই বাকশালের মতোই। বাকশাল ১১ মিনিটে ছিল, এটা সাতদিনের মধ্যে একটা প্রহসন করে তারা আইনও পাস করে নিল সংসদে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুস সালামের পরিচালনায় ভার্চুয়াল সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদ দলিলুর রহমান ৩০ জানুয়ারি, ২০২২, ১০:৫১ পিএম says : 0
এই আইন দিয়ে খাটটা খাবে ,জনগণ জোর পুর্বক নির্বাচন করতে দেবে না,জনগণের অধিকারের জন্য জনগণ কিছু দিনের ভিতরে সংগ্রাম আরম্ভ করবেন,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন