কুড়িগ্রামের উলিপুরে বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে এলাকাবাসী। গত রোববার দুপুরে পশ্চিম কালুডাঙ্গা মধ্যপাড়া গ্রামের শফিকুর ইসলাম রাজুর বাড়ি সংলগ্ন মাঠ থেকে শকুনটিকে আটক স্থানীয় লোকজন। পরে গতকাল সোমবার উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের কাছে শকুনটিকে হস্তান্তর করা হয়। জানা যায়, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা মধ্যপাড়া গ্রামের শফিকুল ইসলাম রাজুর বাড়ি সংলগ্ন মাঠে রোববার সকালে একটি শকুন উড়ে এসে পড়লে স্থানীয়দের নজরে পড়ে। এ সময় এলাকাবাসী শকুনটিকে ধরে শফিকুল ইসলাম রাজুর বাড়ির উঠানে পায়ে দড়ি বেঁধে আটকে রাখে। তারা জানান, শকুনটির উচ্চতা দুই ফুটের বেশি, দৈর্ঘ্য (পাখা মেলে) ৯ ফুট, ওজন সাড়ে ছয় কেজি। তাদের ধারনা শকুনটি কিছুটা অসুস্থ্য, তবে দুইটি মুরগির বাচ্চা খেতে দেয়া হলে শকুনটি তা খেয়ে নেয়। তাদের ধারণা শকুনটি প্রতিবেশি দেশ ভারত থেকে আসতে পারে। পরে খবর পেয়ে গতকাল উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শকুন টিকে উদ্ধার করেন।
ওই এলাকার নুরুল ইসলাম (৬৮) ও সফিকুল ইসলাম (৬৫) জানান, প্রায় ২৫-৩০ বছর থেকে শকুন দেখা যায়না। আগে অনেক শকুন দেখা যেতো। তখন গরু অসুস্থ্য হয়ে মারা গেলে খোলা মাঠে বা বাঁশঝাড়ে ফেলে রাখা হত। তখন এই শকুন দলবেঁধে মরা গরু খেতে আসতো। কিন্তু গত ২৫-৩০ বছর থেকে শকুনের দেখা আর মেলে না। তাছাড়া এখন অসুস্থ্য হয়ে গরু মারা গেলে কেউ আর খোলা মাঠে ফেলে রাখে না, সবাই মাটিতে গর্ত করে রাখে।
উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক জানান, সোমবার শকুনটি উদ্ধার করে রংপুর বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন