শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

উন্নয়নের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে চাই’

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

উন্নয়নের মাধ্যমে মাগুরা মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছি। সকল রাজনীতিবিদদের এ ব্রত হওয়া উচিৎ। মানুষের ভালবাসা অর্জনে নিরলসভাবে উন্নয়নের রাজনীতি করতে হবে, যা আ.লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন। মাগুরা সড়ক জনপথ বিভাগের তত্বাবধানে পিএমজি (মেজর-সড়ক) কর্মসূচির আওতায় ভায়না মোড়-মীরপাড়া মোড় জেলা মহাসড়ক (জেড-৭০১০)-এর প্রশস্তকরণ, মজবুতিকরণ ও সার্ফেসিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধনকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিতির বক্তব্যে একথা বলেন। গতকাল সোমবার সকালে মাগুরা ভায়না মোড়ে এ উদ্বোধনীর সময় জেলা আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান স্বপন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যার আনিসুর রহমান খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং অন্যন্য কর্মকর্তা জেলা আ.লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন