শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমানের মামলায় আমাকে সাক্ষী করা হয়েছে

গাজীপুরে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা

গাজীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

গাজীপুরে বিএনপি’র দলীয় রাজনৈতিক কার্যক্রম থেকে নিষ্কিয় করতে না পেরে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলায় স্বাক্ষী করা হয়েছে বলে দাবি করেছেন গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি নেতা মো. হাবিবুর রহমান।
এ মামলার অধিকাংশ আসামি বিএনপি নেতা হাবিবুর রহমানের নিকট স্বজন ও সমর্থক। মামলার সাক্ষ্য গ্রহণও এখনো শুরু হয়নি। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার প্রশ্নই উঠে না। গতকাল সোমবার সদর উপজেলার মনিপুর বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পুলিশ এ মামলার বিষয়ে তাকে কোন কিছু না জানিয়েই মামলার স্বাক্ষী করে।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতা বরকত উল্লাহ, মো. মহর আলী, আজাহার আলী, মতিউর রহমান, আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্প্রতি ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কমিটিতে তারেক রহমানের মামলার সাক্ষীকে সদস্য পদে রাখার প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয় বিএনপি নেতারা। পরে বিএনপি নেতা হাবিবুর রহমান সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন