শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

লালপুরে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

নাটোরের লালপুর-বাঘা সড়কের বেরিলাবাড়ি ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাটের অংশ বিশেষ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। গত রোববার বিকেলে লালপুর থানা পুলিশ পরিত্যক্ত একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাটের অংশ বিশেষ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর-বাঘা সড়কের বেরিলাবাড়ি নতুন ব্রিজ তৈরির লক্ষে বর্তমান ব্রিজটি ভেঙে ফেলার সময় ভেকুর চালক ও সংশ্লিষ্টরা পরিত্যক্ত একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাটের অংশ বিশেষ দেখতে পেয়ে পুলিশ কে জানায়। খবর পেয়ে লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক ও এসআই তৌফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে পরিত্যক্ত সার্টার গান ও আগ্নেয়াস্ত্রের বাট উদ্ধার করে থানায় নিয়ে যান। লালপুর থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন