সাতক্ষীরা জেলা সংবাদদাতা
‘সুখি স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আয়কর মেলার উদ্বোধন হয়েছে। মেলা চলবে আগামী ৫ নভেম্বর শনিবার পর্যন্ত। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে মেলার উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় জেলা প্রশাসক ড.আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, অতিরিক্ত কর কমিশনার রিয়াজুল ইসলাম, জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম বাবলা প্রমুখ। উদ্বোধন পরবর্র্তী আলোচনা সভায় প্রধান অতিথিসহ বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী ও গতিশীল করতে হলে করের কোন বিকল্প নেই। একজন দেশ প্রেমিক নাগরিকের প্রধান দায়িত্ব হলো কর প্রদান করে সরকারের রাজস্ব খাতকে উন্নয়ন করা, সরকারকে সহায়তা করা। বক্তারা বলেন, নিজেরা কর দেবো, অন্যকে কর প্রদানে উৎসাহিত করবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন