কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রামের নাগেশ্বরীর আলিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৭ ভুয়া পরীক্ষার্থীসহ মাদরাসা অধ্যক্ষের ১ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ এ রায় দেন। পুলিশ জানায়, বুধবার মাদরাসা বোর্ডের অধীন জেডিসি পরীক্ষায় আকাঈদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা চলাকালীন নাগেশ্বরী আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রের ৪ নম্বর কক্ষে পয়ড়াডাঙ্গা আলিম মাদরাসার ৮ পরীক্ষার্থীকে সন্দেহ হলে তাদের আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা সবাই ৯ম, ১০ম ও আলিম শ্রেণির ছাত্র। মাদরাসা সুপার তাদের জেডিসি পরীক্ষার ফরম পূরণ করে জোর করে পরীক্ষা দিতে পাঠিয়েছেন। এ সময় এক পরীক্ষার্থী পালিয়ে গেলেও অধ্যক্ষসহ ৭ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলোÑ পয়ড়াডাঙ্গা আলিয়া কালিম মাদরাসার অধ্যক্ষ রহমতুল্লাহ ইকবাল, আলিম ১ম বর্ষের ছাত্র রবিউল আউয়াল, আলিম পরীক্ষার্থী ফরিদুল ইসলাম, মোকলেছুর রহমান, আল আমিন, দাখিল পরীক্ষার্থী আল আমিন হোসেন, ৯ম শ্রেণির ছাত্র হাবিবুর রহমান ও উমর ফারুক। জানা গেছে, মাদরাসাটির বিজ্ঞান বিভাগের অনুমোদন পেতে অধ্যক্ষ পরীক্ষার্থী এবং পাসের হার বাড়াতে এ অবৈধ পন্থা অবলম্বন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতে আটক ৮ জনকে এক মাসের করে জেল প্রদান করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন