পঞ্চগড় জেলা সংবাদদাতা
পঞ্চগড় সদর উপজেলার সাতমোড়া ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিকে পরিবারতন্ত্র করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগে জানা যায়, ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ও ইউপি সদস্য মো. হকিকুল ইসলাম কমিটির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে ও কমিটির বাছাই তালিকায় হতদরিদ্রদের নাম বাদ নিজের মনোনীত পরিবারের লোকজন ও বিত্তবানদের নিকট অবৈধভাবে সর্বনি¤œ ১ এক হাজার টাকা উৎকোচের বিনিময়ে ১০ টাকার কার্ড বিতরণ করে। যারা ১০ টাকার কার্ড এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভসহ অসন্তোষ বিরাজ করছে। অভিযোগে জানা গেছে, ওই নামের যাদের নাম রয়েছে, তারাই সবাই সচ্ছল ও এদের বাড়ি-ঘর পাকা এবং তাদের মধ্যে ১২ ওই ইউপি সদস্যের পরিবারের লোকজনও তাদের ৮/১০ বিঘা করে জমি রয়েছে। এবং তাদের সংখ্যা মোট ২২ জন বলে জানা গেছে। তারা হলেন মোছা. মাছেমা বেগম, মেনছারুল হক, আশরাফুল ইসলাম, আবু তাহের, সাবুরা বেওয়া, সাহের বানু, সামছুল হক, মোছা. আনোয়ারা বেগম, ফিরোজা খাতুন, এরশাদ আলী, রুবেল রানা, আব্দুল খালেক ও এনামুল হক, মোছা. ওয়াজেদা বেগম, ওয়ারেজ আলী, মো. আমিনুর রহমান, মোছা. সালেহা বেগম, সুফিয়ার রহমান, শেরেকুল ইসলাম, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান, আব্দুল খালক, মোছা. মোরশেদা বেগম, আকবর আলী ও তার স্ত্রী মোছা. সাহরা বানু, ভিজিডি কার্ডধারী যেমন : ইব্রাহিম, মমেনা বেগম সাইফুুল ইসলাম, মোছা. রেজিয়া খাতুন, আব্দুল কাইয়ুম, মোছা. মর্জিনা বেগম। এলাকাবাসী জানান, তার এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও নানা অপর্কম, ছাড়া এবং নানা অনিয়ম, দুর্নীতি স্বেচ্ছাচারিতার মতো কর্মকা- অব্যাহত থাকলে এলাকায় অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন